Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

সিটিজেন চার্টার

                                                                                                                     গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার

                                                                                                                 উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়,

                                                                                                                          হাজীগঞ্জ , চাঁদপুর।

 

                                                                                                                         সিটিজেন চার্টার

 

প্রদেয় সেবা/কাজের নাম

সংশ্লিষ্ট বিধি বিধান

সেবা প্রদানের সময় সীমা

সেবা প্রদানকারীগনের পদবী

উপজেলা প.প. কর্মসূচী

বাস্তবায়ন করা

প.প অধিদপ্তর কর্তৃক বাৎসরিক নির্ধারিত স্থায়ী দীর্ঘমেয়াদী ও অস্থায়ী পদ্ধতি প্রজেকশন অনুযায়ী।

মাসিক/বাৎসরিক

পরিবার কল্যান সহকারী, পরিবার কলান পরিদর্শিকা, স্যাকমো, বেসরকারী সংস্থার মাঠকর্মী ও প্যারামেডিক গন।

উপজেলা মা ও শিশুস্বাস্থ্য কর্মসূচী বাস্তবায়ন করা

প.প অধিদপ্তর কর্তৃক বাৎসরিক নির্ধারিত অবকাঠামো ভিত্তিক মা, শিশুস্বাস্থ্য ও প্রজন্ম স্বাস্থ্য সেবার প্রজেকশন অনুযায়ী।

মাসিক/বাৎসরিক

পরিবার কল্যান সহকারী, পরিবার কলান পরিদর্শিকা, স্যাকমো, বেসরকারী সংস্থার মাঠকর্মী ও প্যারামেডিক গন।

ইউনিয়ন পর্যায়ে নিয়মিত ও বিশেষ স্থায়ী পদ্ধতি কার্যক্রম আয়োজন নিশ্চিত করা।

বাৎসরিক কর্মসূচী অনুযায়ী

প্রতি সপ্তাহে দুই দিন

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা, মেডিকেলা অফিসার(এমসিএইচ-এফপি), সহকারী উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা,  সহকারী পরিবার কল্যান কর্মকর্তা(এমসিএইচ-এফপি)

ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যান কেন্দ্রে মা-শিশু স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কার্যক্রম ইউনিয়ন পর্যায়ে কর্মীদের মাধ্যমে সুষ্ঠ ভাবে বাস্তবায়ন নিশ্চিত করা।

প্রতি কর্মদিবসে সকাল ৮.০০ টা হতে অপরাহৃ ২.৩০টা পর্যন্ত।

প্রতি কর্মদিবসে

স্যাকমো/ পরিবার কল্যান পরিদর্শিকা।

ইউনিয়ন কর্মীদেও দ্বারা ওয়ার্ড/গ্রাম পর্যায়ে সেবা প্রদানের জন্য স্যাটেলাইট ক্লিনিক আয়োজন নিশ্চিত করা।

প্রতি মাসে ৮টি

সপ্তাহে ২টি করে প্রতি ইউনিট

পরিবার পরিকল্পনা পরিদর্শক, পরিবার কল্যান পরিদর্শিকা ও সংশ্লিষ্ট ইউনিটের পরিবার কল্যান সহকারী ও আয়া।

পরিবার কল্যান সহকারীদের বাড়ী পরিদর্শনের মাধ্যমে প.প. পদ্ধতি বিতরনসহ উদ্বুদ্ধকরন কার্যক্রম নিশ্চিত করা। 

পূর্ব নির্ধারিত অনুমোদিত অগ্রীম কর্মসূচীর মাধ্যমে বাড়ী পরিদর্শন কওে সেবা বিতরন।

স্ব-সব্ ইউনিটে প্রতি মাসে প্রায় ১২-১৫ কর্মদিবস

গংশ্লিষ্ট ইউনিটের পরিবার কল্যান সহকারী , পরিবার পরিকল্পনা পরিদর্শকের তত্বাবধানে।